প্রকাশিত: Tue, Mar 5, 2024 1:03 AM
আপডেট: Tue, Jul 1, 2025 9:32 PM

[১] চট্টগ্রামে এস আলম সুগার মিলে ভয়াবহ আগুন

জুনাত আরমান, চট্টগ্রাম: [২] চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস.আলম সুগার মিলে  সোমবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

[৩] চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, বিভিন্ন স্টেশন থেকে ফায়ার  সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। 

[৪] এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার বলেন, মিল চালু থাকা অবস্থায় আগুন চারদিকে ছড়িয়ে যায়। ভেতরে কেউ আটকা পড়েছে কি না বা কোথা থেকে আগুনের সূত্রপাত এর কিছুই জানতে পারিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব